নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, যারা পবিত্র কোরআন শরীফে আগুন দিয়েছে তারা মুসলিম বা কোন ধর্মেরই অনুসারী হতে পারে না।
তিনি বলেন, হবিগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার হীন উদ্দেশ্যে কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান এবং কোন ধরণের উস্কানী বা গুজবকে কান না দিতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান।
সোমবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় সকলেই এ আহবান জানান এবং দ্রুত প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, মসজিদ সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, সাধারণ সম্পাদক এমএ জলিল, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি আয়নাল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল, পশ্চিম ভাদৈ জামে মসজিদের সভাপতি এমএ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বেলাল, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনু মিয়া, ইমাম সমিতির সাধারণ সম্পাদক কাজী নামজুল হোসেনসহ অর্ধশতাধিক আলেম নেতৃবৃন্দ।