নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ বাজার সামন্ত সরনী মার্কেটের ব্যবসায়ী বিমল পাল এবং দানিশ বনিকের মৃত্যুতে গতকাল সন্ধ্যায় মার্কেটের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে এক শোকসভা অনুষ্টিত ।
সামন্ত সরনী মার্কেটের সত্বাধিকারী অধ্যাপক যতিন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে এতে তাদের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, রবীন্দ্র দাশ সামন্ত,সুজেন্দ্র দাশ সামন্ত,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, হিরন মিয়া, সাবেক পৌর কাউস্নিলর সন্তোষ চন্দ্র দাশ,অধীর ভট্টাচার্য্য,সংগ্রাম চন্দ, ডাঃ বিক্রম পাল, দিপক পাল,কানু পাল,যোগল কিশোর পাল,মিন্টু দেবনাথ,মঞ্জু দাশসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। সভার শুরুতে তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।