চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে গতকাল সকাল ১১টায় ভোক্তা অধিকার আইন জনসচেতনতা বিষয়ক ও বিজয় দিবসের প্রস্তুতি এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তহের।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী ফারুক মাহমুদ, উপজেলা ক্রীড়া সংগঠনের সেক্রেটারী আনোয়ার আলী, ভোক্তা অধিকার আইন ক্যাব নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে জনগণের মাঝে উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল। আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও পালনের জন্য সকলকে আহবান জানানো হয়।