মনিরুল ইসলাম শামিম ॥ মায়ানমারে মুসলমানদের উপর নির্বিচারে নির্যাাতন ও হবিগঞ্জের বিভিন্ন মসজিদে অগ্নিকান্ডের প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।
আজ বিকাল ৩টায় বাহুবল বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দারুল উলুম চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক। বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিকের পরিচালয় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির চৌধুরী, মাওলানা আব্দুল বারী আনছারী, মাওলানা আব্দুল হাই, সৈয়দ খলিলুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ূম জাকী, মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, আরিফ হাসান আফজল, ক্বারী দেলোয়ার হোসেন, মাওলানা ছাদিকুর রহমান, হাফেজ এনামুল হক ও মাওলানা আব্দুল মালিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মায়ানমারে নির্যাতিত-নিপীড়িত সংখ্যালঘু মুসলিমদের পাশে আজ কেউ নেই। সে দেশের মুসলমানরা বৌদ্ধ সেনাশাসকদের নিকট হারাচ্ছে তাদের জানমাল, নারীরা হারাচ্ছে তাদের ইজ্জত, নিহতদের লাশ খাচ্ছে পশু পাখি। বিশ্ব মানবতা আজ কোথায়?
যেভাবে তাদের উপর হামলা করে বাড়ি-ঘর পুড়িয়ে দিয়ে নারী-পুরুষ ও শিশু হত্যা করা হচ্ছে তাতে কি মানবতা লংঘন হচ্ছে না? আজ কোথায় জাতিসংঘ? তাদের ভূমিকা কি? সেই নির্যাতিত মুসলমানরা যখন মায়ানমার থেকে পালিয়ে নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইছে, তখন বাংলাদেশের বর্ডার থেকে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
সরকারের নিকট আমাদের জোর দাবী মায়ানমার থেকে পালিয়ে আসা মুসলমানদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হোক। এতে যদি তাদের থাকা খাওয়ার অসুবিধা সৃষ্টি হয় তাহলে আমরা একবেলা না খেয়ে হলেও তাদের খাবার সরবরাহ করব।
হবিগঞ্জের বিভিন্ন মসজিদে অগ্নিকান্ডের ঘটনাটির প্রতিবাদে বক্তারা বলেন, আমরা আজ মুসলমান হয়ে মসজিদের নিরাপত্তা নিতে পারছি না। এ জীবন বাঁচিয়ে রেখে কি হবে? আমাদের জীবন দিয়ে হলেও মসজিদকে রক্ষা করতে হবে। বক্তারা হুশিয়ার করে বলেন, অনতিবিলম্বে প্রশাসন এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার না করলে তৌহিদী জনতা দূর্বার আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশ শেষে সহস্রাদিক তৌহিদী জনতার এক বিশাল বিক্ষোভ মিছিল বাহুবল বাজার থেকে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা পর্যন্ত রাস্তা প্রদক্ষিণ করেন।