চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের কবিলাসপুর গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র রমজান আলী (৩০) নামে বন মামলার কুখ্যাত ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই আলমাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাসুল্লা বাজার থেকে রমজান আলীকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, রমজান আলীর বিরুদ্ধে জি.আর ২৭৪/১১, সি.আর ৩৮/১৫, ৪৪/১৫, ৪৯/১৫, ৪০/১২, ১১/১৪ বন মামলা ও জি.আরসহ ৬ মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। বনদস্যু রমজান আলীকে ধরাতে এলাকার সাধারণ মানুষের মাঝে সুস্থির ফিরে এসেছে।