নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের লক্ষ্যে সিলেট মহানগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিভিন্ন দপ্তরে কর্মরত স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে গত ২৫ নভেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মদনমোহন কলেজে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, এডভোকেট জ্যোতিষ দাশ, বিনয় ভূষণ দাশ (ডিজিএম, বাংলাদেশ ব্যাংক), সঞ্জয় দাশ, জহিরুল ইসলাম অভি, বিপ্রেশ দাশ, আবুল কাশেম চয়ন, ইসফাক রায়হান, পারভেজ মিয়া, সন্তোষ দাশ, মহিবুল হাসান, মাহফুজ চৌধুরী, ইমতিয়াজ মোহাম্মদ পাপন, নাহিয়ান আহমেদ প্রমূখ।