চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের পূর্ব টিলা এলাকার মৃত বজ্র ঝরার পুত্র সুষেন ঝরা (১৮) নামে এক চা শ্রমিক আত্মহত্যা করেছে।
জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নালুয়া চা বাগানে তার নিজ বসতঘরের তীরের সাথে লাইলংয়ের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে সুষেন আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্র জানায়।
সুষেনের মাতা আদরমনি ঝরা বাগানের চা শ্রমিকের কাজ থেকে ঘরে এসে ঘরের ভিতরে তার ছেলে সুষেনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে স্থানীয় বাগানবাসীরা ও ৯নং ওয়ার্ড মেম্বার নটবর রুদ্র পাল ও ৮নং ওয়ার্ডের মাখন গোস্মামী এসে সুষেন ঝরার ঝুলন্ত লাশ ঘরের ভিতরে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এস.আই মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ সুষেন ঝরার মৃতদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।