মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোঃ আব্দুল হক রেনু ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন পেলেন কবি জসিম উদ্দিন পদক।
গত শুক্রবার কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৮ম জাতীয় কবি সম্মেলন ২০১৬ ঢাকার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেবীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুন।
কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সম্পাদক ছড়াকার তৌহিদুল ইসলাম কনক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মোহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, কবি কাজী রোজি এমপি, কবি সংঘসদ বাংলাদেশ নির্বাহী কমিটির সভাপতি ড. আরিফ বিন ইসলাম, কলকাতার কবি দোলা ব্যানার্জি, কবি জসিম উদ্দিনের পুত্র খোরশিদ, আনোয়ার জসিম উদ্দিন, কবি অধ্যাপক পান্না রানী রায়, কবি ফারুক প্রধান, কবি বাপ্পী রহমান, একুশে টেলিভিশনের সংবাদক পাঠক কবি কেয়া চৌধুরী, এটিএন বাংলা টেলিভিশনের সংবাদ পাঠক কবি শামীম আরা মুন্নি, কবি ছড়াকার মালেক মাহমুদ, কবি জাহানারা রেখা, কবি দুলু আরা মুন্নি, কবি আফরোজা কণা, কবি বেগম শামসুজ্জাহান নূর, কবি রবীন্দ্র গোপসহ দেশ বরণ্যে কবি সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবি জসিম উদ্দিন সাহিত্য পুরষ্কার ও কবি খাঁন মোহাম্মদ মঈনুদ্দিন সাহিত্য সম্মাননা পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দরা। হবিগঞ্জের ৫ জন কবিকে এ পদক দেয়া হয়।