নিজস্ব প্রতিবেদক : ভোরের হাওয়ায় শীতল পরশ, রাতে শিশিরের টুপটুপ শব্দ, রাস্তার মোড়ে মোড়ে ধোঁয়া ওঠা ভাপা পিঠা আর শীত পোশোকের সম্ভার জানান দিচ্ছে প্রকৃতিতে ষড়ঋতু শীতের আগমন।
শীত থেকে পরিত্রাণ পেতে রাতের বেলা আগুন জ্বালিয়ে ওম পেতে চাইছে ফুটপাতবাসী। খুব ভোরে কুয়াশার কারণে রাস্তাঘাট থাকছে অন্ধকারাচ্ছন্ন। যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
শীতের কারণে সকালে দোকান-পাট খুলছে বেশ দেরিতে। তাই এখন থেকেই শীতের প্রস্তুতিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা সকলেই। এতদিন যারা গ্রীষ্মকালীন পোশাকের সমাহার ঘটিয়েছিলেন দোকানে তারা এখন ব্যস্ত শীত পোশাক নিয়ে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণিবিতানগুলো সাজানো হচ্ছে শীতের পোশাকে।
সরেজমিনে,হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ এবং সুতাং বাজারসহ ফুটপাত ঘুরে দেখা যায়,ফুটপাতের দোকানগুলোতে বেচাকেনার ধুম পড়েছে। নিম্ন আয়ের মানুষ রাস্তার পাশের এসব দোকানে ভিড় জমাচ্ছে। বিশেষ করে মৌসুমভিত্তিক ও দোকানগুলোতে শীতের কাপড় কেনাবেচা চলছে পুরোদমে। শীতের শুরুতে বেচাকেনা ভালো হওয়ায় সামনের দিনে অনেক ভালো ব্যবসা হবে এমনটিই আশা ফুটপাতে বসা দোকানিদের।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে চলে বেচাকেনা। প্রতিবছর শীতমৌসুম আসলেই এসব ব্যবসায়ীদের ব্যবসা ভালো হয়। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত মানুষ প্রচন্ড শীত থেকে রক্ষা পেতে তাদের সামর্থ অনুযায়ী ভিড় জমাচ্ছেন বড় বড় দোকান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে।
এসব ফুটপাতের দোকানে পাওয়া যাচ্ছে কম্বল, উলের তৈরি সোয়েটার, ব্লেজার, টুপি, কাপড়ের জুতো, কেডস, জ্যাকেট, ট্রাউজার, গরম কাপড়ের তৈরি প্যান্ট, চাদরসহ নানা আইটেমের গরম কাপড়।