চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবকের ঘাড় ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার পীরেরগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে শরীফ মিয়া (১৮) বাড়ী থেকে চুনারুঘাট বাজারে আসার পথিমধ্যে স্থানীয় মক্তবের কাছে পৌঁছামাত্র পূর্ব থেকে উৎপেতে থেকে একদল দুর্বৃত্তরা তার গতিরোধ করে লোহার রড দিয়ে এলোপাতারী ঘাড়ে আঘাত করে। দুর্বৃত্তদের আঘাতে শরীফের ঘাড় ভেঙ্গে যায়।
তার শোরচিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে গুরুতর আহত শরীফকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।