নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বীর সিংহ পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম (৪৫),আরিফুল হক খাদেম (৩৩),মাসুদা বেগম (২৭),হাসান মিয়া (৫২),শফিক মিয়া (৫২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বীর সিংহপাড়া গ্রামের শহিদুল হক খাদেম গরু নিয়ে মাঠে যাবার সময় ধানি জমিতে কাজ করতে থাকা একই গ্রামের সৈয়দ মিয়া সহ কয়েকজন পূর্ব বিরোধের জের ধরে উস্কানি মূলক কথা বললে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে শহিদুল হক খাদেমের সঙ্গে তাদের ঝগড়ার সৃষ্টি হলে শহিদুল হক কে বাঁচাতে তার মেয়ের জামাতা নুরুল ইসলাম এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর চড়াও হন। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।