মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর নিজস্ব উদ্যোগে ও বাহুবল যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় বাহুবল উপজেলার মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে ১ মাস মেয়াদি মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ গত ১ মাসে শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের লক্ষ্যে গতকল বিকাল ৩টায় বাহুবল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মোঃ হোসেন শাহ’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ শামীনুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার আব্দুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া।
বক্তব্য রাখেন, দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ জমশেদ মিয়া, রাশেদ খান। স্বাগত বক্তব্য রাখেন ক্রেডিট সুপারভাইজার মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথি ৫ জন মহিলা সহ মোট ৩০ জন মুক্তিযোদ্ধা সন্তানের মাঝে সনদপত্র প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমি এমপি হওয়ার পর থেকে অবহেলিত বাহুবলকে এগিয়ে নেয়ার জন্য উন্নয়ন কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বাহুবল সদরের বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির ও অফিসের উন্নয়ন কাজ করেছি। যদিও সংরক্ষিত আসনের এমপি হওয়ায় সরকারের পক্ষ থেকে আমাদেরকে তত বেশি বরাদ্দ দেয়া হয় না। তবে যতটুকু পারছি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে বাহুবলের প্রত্যন্ত গ্রাম-গঞ্জে পৌছে দিচ্ছি।
তিনি বলেন, আমি বাহুবলের দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুলকে সরকারি করণের জন্য চেষ্টা করে যাচ্ছি। অচিরেই আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে স্কুলটি সরকারি করণের ঘোষণা আসবে। তিনি আরও বলেন, আমি ২০১৪ সনে বাহুবল সদরকে পৌরসভায় উন্নীত করার জন্য ডিও প্রদান করেছিলাম। আমার ডিওর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে তখন সময় বাহুবলের প্রশাসনকে এব্যাপারে তথ্য প্রেরণের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। তবে দুঃখের বিষয় তখন সময়ে প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করেননি। আর তাদের গাফিলতির কারণেই তখন বাহুবলকে পৌরসভায় উন্নীত করা যায়নি। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি বাহুবল সদর ও মিরপুরকে পৌরসভায় রূপান্তরিত করার জন্য।