হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ জেলা আজমিরীগঞ্জ উপজেলার বন শিবপাশা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর পুত্র আব্দুল কাইয়ূমের সাথে সহিদ মিয়ার পুত্র আজিজুলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাদের মাঝে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এর জের ধরে আজিজুল ও তার দলবল আব্দুল কাইয়ূমের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় মোবাশ্বির (২২), মোজাম্মেল (৫০), রুবেল (২৫), চান মিয়া (৫০), আরজু (৩০), শাহ আলম (২২), মিজাজ আলী (৬৪), মোতাব্বির (২২), তবারুক মিয়া (২৩), মহিবুন (২৫), মন্তাজ আলী (৬০), তোফাজ্জুল (২০), তোফায়েল (১৫), আজিজুল (১৮), আশাদ মিয়া (৩৫), কবির মিয়া (৩২), মনু মিয়া (৪০), সাদিক মিয়া (৩৩), নুরুল আমিন (১৮), কামাল (৩০), অলিউর (২৮), হোসেন আলী (২০), মফিজ (৪৫), ছবির মিয়া (৩৫), রউফ মিয়া (৩৮), মোবারক (১৮) ও রিয়ান উল্লা (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।