চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দাতা সংস্থা আইএলডি জার্মানী ও বামুক নেদারল্যান্ডের অর্থায়নে পরিচালিত এনজিও সংস্থা ইনডেভারের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় ইনডেভার কার্যালয় নরপতিতে উপজেলার ৩নং দেওরগাছ, ৬নং চুনারুঘাট সদর ও ৯নং রানীগাঁও ইউনিয়নের ৭৬ জন ছাত্র/ছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ইনডেভারের প্রধান নির্বাহী খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ইনডেভার এর সহ-সমন্বয়কারী খন্দকার শোয়াইব হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনডেভারের উপ-পরিচালক মোঃ আতিকুজ্জামান, কৃষিবিদ জাহাঙ্গীর আলম, মোঃ মাহমুদুর রহমান স্বপন, জান্নাতুল ফেরদৌস লিজা।
অনুষ্ঠানে ৭৬ জন ছাত্র/ছাত্রীদের মধ্যে খাতা, কলম, স্কেল, স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, ডিকশনারী, পেন্সিল, কার্টার, ইরেজার সামগ্রী বিতরণ করা হয়।