বাহুবল থেকে সংবাদদাতা : বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের মৃত এরাজত উল্লার পুত্র মোঃ জাবেদ আলীকে গতকাল বিকাল সাড়ে ৪টায় মিরপুর বাজারের জাবেদ মেডিকেল হল থেকে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অরভিট ফার্মাঃ লিমিটেডে চাকুরির সুবাধে জাবেদ আলী কোম্পানির টাকা আত্মাসাৎ করে অন্য কোম্পানিতে চাকুরি করতে থাকে। এ অবস্থায় কোম্পানি তাকে টাকার জন্য চাপ সৃষ্টি করলে দেই দিচ্ছি বলে কাল ক্ষেপন করতে থাকে।
এক পর্যায়ে অরভিট কোম্পানি বিগত ২০১৪ইং সনে চট্টগ্রাম বিজ্ঞ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত নং ০৪ এ তাকে আসামি করে আত্মসাৎ মামলা দায়ের করলে আদালত তার বিরোদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে জাবেদ আলী পলাতক ছিল।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এএসআই রুহুল আমিন তার মালিকাধীন ফার্মেসী থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ মনিরুজ্জামানের সঙ্গে কথা বললে তিনি গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।