নিজেস্ব প্রতিবেদক ॥ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই ইকবাল বাহারের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ চুনারুঘাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গতকাল রাত ৯টার দিকে তাদের কে শায়েস্থাগঞ্জ গোল চত্তর এলাকা থেকে ১টি প্রাইভেট কারসহ আটক করে।
আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার দঃ হাতুন্ডা গ্রামের জাহাঙ্গির আলমের পুত্র বাঘা লিটন (৩৩), নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের মৃত সৈয়দ উল¬াহর পুত্র মানিক মিয়া (৪০) কে আটক করে।
এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, আটককৃত উক্ত মাদক ব্যাবসায়ীরা দির্ঘ দিন যাবত অভিনব কায়দা অভিলম্বন করে মাদক ব্যাবসা করে আসছিল। এবং আটককৃদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।