চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বদরগাজী দেউন্দি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণের ফলে পরিবেশ হুমকির মুখে পতিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী দেউন্দি ছড়া থেকে এলাকার প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত ধরে অবৈধভাবে বালু উত্তোলণ করে প্রতিদিন রাতের আধারে দেশের বিভিন্ন স্থানে ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে সিলিকা বালু পাচার করছে।
এতে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। যে কারণে পঞ্চাশ দেউন্দি এলাকার কৃষকদের জমির পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়া ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। এ যেন দেখার কেউ নেই।
দেউন্দি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণের ফলে কৃষক ইয়াকুত আলী, তৈয়ব আলী, আঃ কদ্দুছ, আঃ গফুর, কাপ্তান মিয়া সহ শত শত কৃষকদের জমি ও ছড়ার পাড়ের বাঁশজার ক্ষতিগ্রস্থ হচ্ছে।
অন্যদিকে সুতাং নদীর ব্রিজটি দু’পাশে ভেঙ্গে গিয়ে ওই এলাকায় একটি পঞ্চাশ উচ্চ বিদ্যালয় সহ জনসাধারণ যাতায়াতে ভীষণ বিঘ্নিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, উক্ত ছড়া থেকে বালু উত্তোলণের ব্যাপারে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোন বৈধ কাগজপত্র নেই। উক্ত দেউন্দি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একখানা অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবেশকে বাঁচাতে উক্ত ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।