নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় দেয়াল কাটার মেশিন রবিত উল্লাহ (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আদমখানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিত উল্লাহ আতাবউল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, রবিত উল্লাহ তার সহকারীদের নিয়ে উপজেলার চিলাপাঞ্জা দাখিল মাদ্রাসায় দেয়াল কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত দেয়াল কাটার ম্যাশিনটি তার গলায় লাগা মাত্র তার গলার একাংশ কেটে যায়। সহকারীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলাপাঞ্জা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।
রবিত উল্লাহর সহকারী নাঈম ইসলাম জানান, আমি রুমের ভেতরে কাজ করছিলাম, হঠাৎ লোকজনের ছেচামেছি শুনে বাহিরে গিয়ে দেখি তার গলা দিয়ে রক্ত ঝড়ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।