চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের দিদার হোসেনের ছেলে আসাদুজ্জামান রুমন (২০) কে ৯ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চুনারুঘাট পৌর শহরের ক্রসরোড নামক রাস্তার ভিতরে আসাদুজ্জামন রুমনকে আটক করে তার দেহ তল্লাশী করে ৯ পিস ইয়াবা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।