মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা বহনকৃত প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার বেলা দেড়টার দিকে মাধবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের মাদারগড়া ব্রীজের উপর হইতে তাদের আটক করা হয়।
শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার এ এন এ মুসাব্বীর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
৬০ কেজি গাঁজা বহনকৃত প্রাইভেটকার সহ মৌলভীজার জেলার শাহবন্দর এলাকার গণি মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী শিপন মিয়া (২২) কে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য চার লক্ষ আশি হাজার টাকা বলে জানায় র্যাব।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।