স্টাফ রিপের্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে “দুঃস্থ মহিলা উন্নয়ণ” কর্মসূচীর আওতায় দুই বছর ব্যাপী ৬টি ওয়ার্ডে অতি দরিদ্র মহিলাদের মাঝে ২দিন ব্যাপী লটারীর মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। জানা যায়, ৭ ও ৮ ডিসেম্বর দিন ব্যাপী হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের নেতৃত্বে ও ৭ ডিসেম্বর ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্যদের উপস্থিতিতে এবং ৮ ডিসেম্বর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য শ্যামল বুনার্জী সহ সকল সদস্যদের সহযোগিতায় স্ব স্ব ওয়ার্ডে “দুঃস্থ মহিলা উন্নয়ন” কর্মসূচীর আওতায় ১ জানুয়ারী ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত দু’বছর ব্যাপী অসংখ্য অতিদরিদ্র দুঃস্থ মহিলাকে উপকার ভোগী যাচাই-বাছাই করে সকলের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। এদিকে (৩টি ওয়ার্ড) ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আজ মঙ্গলবার দিনব্যাপী বাছাইকৃত কমিটির মধ্যে উপজেলা প্রশাসন, এনজিও প্রতিনিধি, শিক্ষক, মুক্তিযুদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি’র চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের সমন্বয়ে ভিজিডি কার্ড বিতরণ করবেন। গত ৭ ও ৮ ডিসেম্বর ২ দিন ব্যাপী অসহায়, অতি দরিদ্র দুঃস্থ মহিলাদের কে যাচাই-বাছাই করে লটারী মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ কালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশিদুল ইসলাম, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সমাজ সেবক আলহাজ¦ মোঃ মহিউজ্জামান হারুন, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট মুরুব্বী মোঃ অলিউর রহমান, এনজিও প্রতিনিধি, সরঃ প্রাঃ শিক্ষক, মুক্তিযোদ্ধা, পঃপঃ ওয়ার্ড কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ সচিব উপস্থিত থেকে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে।#