হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত আবু তালিব (৩৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) রাত ৯টায় ডিবির এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার।
গ্রেফতারকৃত আবু তালিব চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুশ শহীদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে থাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপ পুলিশ পরিদর্শক (এসআই) ইকবাল বাহার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আবু তালিবের বিরুদ্ধে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভী বাজারে অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলেও জনান তিনি।