নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ-নতুন ব্রীজ সড়কে গুরুতর আহত অবস্থায় জুলেখা খাতুন (৪৫) নামের এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে হাইওয়ে পুলিশ।
গতকাল রবিবার বিকাল ৩টায় স্থানীয় লোকজন ওই মহিলাকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেয়। হাইওয়ে ওসি জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই মহিলাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতাল থেকে এক যুবক ফেসবুকে ওই মহিলার ছবি প্রকাশ করলে তার আত্মীয় স্বজন হাসপাতালে ছুটে আসেন। ওই মহিলা চুনারুঘাট উপজেলার গোয়াছপুর গ্রামের দুলাই মিয়ার স্ত্রী।
হাসপাতালে আসা জুলেখা খাতুনের স্বজনরা জানান, তিনি পাসপোর্ট করতে গতকাল তার বোনের বাড়ি মাধবপুর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। তবে তার আহত হওয়ার কারণ জানা যায়নি। রাতে আশংকাজনক অবস্থায় ওই মহিলাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।