নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জাল টাকা সহ দুই ব্যাক্তি কে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
রোববার (২০ নভেম্বর) বিকেলে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার টাকার জাল নোট সহ দুই ব্যাক্তি কে আটক করে।
আটককৃতরা হলেন মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গাংঙ্গাইল গ্রামের হাজী শামসু মিয়ার ছেলে সালমানশাহ (২৬) ও বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত নছব আলীর ছেলে শাহ আলম (৩৫) কে আটক করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছে ১৪ হাজার টাকা জাল নোট পাওয়া গেছে সব কটি এক হাজার টাকার নোট।