চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের মরম আলীর পুত্র মোঃ জয়নাল মিয়া (৩০) নামে এক যুবককে জি.আর মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাসুল্লা এলাকা থেকে জয়নালকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, জয়নালের বিরুদ্ধে জি.আর ১৭৫/১৫ মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। পরে শনিবার দুপুরে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।