নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী ,শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষর্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারো ১৯ অক্টোবর শনিবার সকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সচিব এবং প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান এর সঞ্চলনার অসংখ্য ছাত্রদের উপস্থিতিতে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মুজিবুর রহমান মারাজ মেম্বার, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আব্দুর রাজ্জাক, পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শিউলী বেগম, শিক্ষানোরাগী সদস্য জবা রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ, বিদ্যালয়ের পরিচালনা শিক্ষক কমিটি সদস্য মীর ইখলাসুর রহমান, মোঃ সাজ্জাত মিয়া, মোছাঃ হেলেনা আক্তার, আলী হায়দার সেলিম, মোহাম্মদ সোয়েব, হালিমা খাতুন, শামীমা আক্তার, বেদযানী ধর, শেপা আক্তার, বদরুন্নেছা, সজল বরণ বক্ষ চারী, তাছলিমা আক্তার, আজিজুর রহমান, শাহ রিয়ার চৌধুরী, আরিফুল ইসলাম, কুলসুমা জান্নাত, আফছানা খানম, কামরুজ্জামান ফয়সল, মাহমুদা খাতুন প্রমুখ।