শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৭ দিনব্যাপী ৭২তম পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ।
শনিবার বাদ আসর হতে পুরানবাজার ঈদগা মাঠে এ তাফসীরের আয়োজন করেছেন পুরানবাজার তাফসীর কমিটি। চলবে শুক্রবার মধ্যরাত পযর্ন্ত।
মাওলানা আব্দুল হাকিম নিশাপটীর সভাপতিত্বে তাফসীর পরিচালনা করবেন মাওলানা কামাল উদ্দিন সালেহ।
তাফসীর পেশ করবেন, আল্লামা হাফিজ তাফাজ্জুল হক, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাট), মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা কামরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আব্দুল খালেক চলিতাতলী প্রমুখ। এছাড়াও প্রতিদিন দেশ বরেণ্য আলেম-ওলামাগন পবিত্র কোরআনা ও হাদিস থেকে বয়ান করবেন।
তাফসীর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ইতোমধ্যে তাফসীর মাহফিলের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। প্রতিদিন বাদ আসর হতে রাত সাড়ে ১১টা পযর্ন্ত পবিত্র কোরআন ও হাদিস থেকে বয়ান হবে। আখেরি মোনাজাত হবে আগামী শুক্রবার মধ্যরাতে।