মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫টি ইউনিয়নে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আতিকুল হক, চেয়ারম্যান শহিদ উদ্দিন আহম্মেদ, চেয়ারম্যান আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমুখ।