স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর-পূর্ব ভাদৈ গ্রামে ‘শিশুকানন কিন্ডারগার্টেনে’ পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফকে গণসংবর্ধণা প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কিন্ডারগার্টেন প্রাঙ্গনে উক্ত অনুষ্টানের আয়োজন করা হয়। কিন্ডারগার্টেনের প্রতিষ্টাতা পরিচালক মোঃ রহমত আলী’র সভাপতিত্বে ও শিক্ষক মোঃ আশরাফুলবারী’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। আলোচনা শেষে প্রধান অতিথি কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র তাদের হাতে তুলে দেন। তাছাড়া ‘ফুটন্ত কুঁড়ি’ নামে একটি শিশু সংগঠনের আত্ম প্রকাশের মোড়ক উম্মোচন করেন তিনি । অনুষ্টানে বক্তৃতা করেণ, দক্ষিণ তেঘরিয়া শাহপরাণ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়া, তেঘরিয়া সেচ্ছায় সেবক সংগঠন ‘দুরন্ত পথিক’ এর সহ-সভাপতি মোঃ রজব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান দুলাল, মাওলান সাইফুল ইসলাম মজনু, পইল ইউপি মেম্বার মোঃ জামাল মিয়া, পইল ‘এনাম স্মৃতি পরিষদের’ সাধারণ সম্পাদও মোঃ অপু মিয়া ও মোঃ শফিক মিয়া প্রমূখ। অনুষ্টানে কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ রাহুল মিয়া। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেণ হাফেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম রশিদী। এলাকার অভিভাবক, মুরুব্বীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্টানে উপস্থিত ছিলেন।