রায়হান আহমেদ, চুনারুঘাট : অত্যন্ত জাকজমক ও শৃঙ্খলাপূর্ণভাবে জাপান প্রবাসী, রাসো সমাজকল্যাণ সংস্থা ও শ্রীকুটা বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক এবং দেওয়ান ছলিমা রাজা (ডলি)-এর দু’ ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে আজ শুক্রবার মালেক মিয়ার নিজ বাসভবনে দুই ছেলে মোঃ সামিউজ্জামান ইত্তেহাদ ও মোঃ সাবিউজ্জামান ইত্তেসাম-এর সুন্নতে খৎনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতি বার রাতে তাদের গায়ে হলুদ অনুষ্ঠানে আকৃষ্ট ও মুগ্ধ হন বিভিন্ন স্থান হতে আসা অতিথিরা। পরের দিন জুমআর নামাযের পর মুনাজাত ও আমন্ত্রিত অতিথিদের প্রীতিভোজের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
আমন্ত্রতি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং-এর রাজ বংশের আলী রাজার দৌহিত্র দেওয়ান আহমদ রাজা, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক সফিকুর রহমান লুতু, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, জাতীয় পর্টির নেতা কাউছার উল গনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) আবেদা খাতুন, চুনারুঘাট থানার তদন্ত ওসি মোঃ ইকবাল হোসেন, সিভিল ইঞ্জিনিয়ার বাবুল আহমেদ, এ্যাড. কুতুব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আহাদ চৌধুরী লিটন, এ্যাড. মিজানুর রহমান, মান্না, শাহজাহান, মোরশেদ প্রমুখ।
উল্লেখ্য, এ সুন্নতে খৎনা অনুষ্ঠানে পনের শ’ অতিথি ভোজের আয়োজন করা হয়।