হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের কালিগাছতলা এলাকা থেকে ভগবতী শিল্পালয়ের সেলসম্যান শুভন বণিক ওরফে রিপন (২৫) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার মৃত রঞ্জিত বনিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত শুভন বনিকের কাছ থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন স্থানে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছে বলেও জানায় পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) তাকে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।