মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে :নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ ফখরু মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী ধারনা করছেন। এলাকাবাসীর প্রাণপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনেন। ততক্ষণে বসত ঘরটি পুড়ে চাই হয়ে যায়।
জানাযায়, উপজেলার মিঠাপুর গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ ফখরু মিয়ার মালিকানাধীন বাড়িতে একই গ্রামের দিনমজুর আয়ান আলী টিনশেডের ঘর নির্মাণ করে একাই বসত করে আসছে। গতকাল সন্ধ্যা ৭টায় রান্না করার সময় হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠতে দেখে আশ পাশের লোকজন সুর চিৎকার শুরু করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পরে। শত শত উৎসুক জনতা আশ পাশের বশত ঘরে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও অনেকে জানিয়েছেন রান্নার আগুন থেকেই সূত্রপাত হতে পারে। উল্লেখ্য দিনমজুর আয়ান আলী এলাকাবাসীর কাছে পরিচিত মুখ। অত্যান্ত সহজ সরল আয়ান আলী দীর্ঘ দিন যাবত বাজারে পরিস্কার পরিচ্ছনতাসহ ব্যবসায়ীদের মালামাল বহনে অত্যান্ত বিশ্বস্থতা অর্জন করতে সক্ষম হয়েছেন।