মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবিগঞ্জে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্যারিয়ার ক্যাম্প ২০১৬ অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্প্রতিবার সকাল ১১টায় সরকারী বৃন্দাবন কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্টানের আয়োজন করা হয়। বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুল মালেক’র সভাপতিত্বে ও শ্রাবন্তী রায় এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ পতিন রায়।
তিনি বলেন, ২১ সালে নয়, ২০১৫ সালে আমরা প্রবেশ করেছি নি¤œ-মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে। উচ্চ-মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে চলব ২০২১ সালে। তিনি বলেন, তরুণরাই লড়বে ডিজিটাল বাংলাদেশ গড়বে।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। অনুষ্টানে শুভেচ্ছা বক্তৃতা করেণ বৃন্দাবন কলেজের উদ্ভিদ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল আহমেদ হাসান কবীর। অনুষ্টানে আইসিটি ক্যারিয়ারের সাফল্য ও সফলাতার বিভিন্ন দিক প্রদর্শণ করা হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ গুনিজন উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন। দক্ষ জনশক্তি তৈরীতে অচিরেই
হবিগঞ্জে আইটিসি ক্যারিয়ার প্রশিক্ষণ চালো করা হবে।