সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলা সভা কক্ষে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, চেয়ারম্যান বজলুর রশীদ, এডভোকেট জাবেদ আলী, মুহিবুর রহমান হারুন, আবু সিদ্দিক, আবু সাঈদ এওলা মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন প্রমুখ।
সভায় জে,কে স্কুল পয়েন্ট, হাসপাতাল রোড থেকে বাংলা টাউয়ারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানঝট নিরশন ও উপজেলায় আইন শৃংখলা উন্নয়নে আলোচনা হয়।