নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেএসসি পরীক্ষার কেন্দ্রে কথা কাটাকাটি নিয়ে দুই ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়। তারা দুই জন পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে স্কুল মাঠেই কথা কাটাকাটি নিয়ে হাতাহাতি করে। এসময় পরীক্ষায় দায়িত্বরত পুলিশ তাদেরকে ধাওয়া করলে পালিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ যেকোনো বিষয় নিয়ে দুই ছাত্রের মধ্যে হাতাহাতি হয়েছে।