চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মৃত আঃ ওয়াহিদ আনছারীর পুত্র আবদাল আনছারী (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস,আই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ নতুনব্রিজ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আবদাল আনছারীকে হাতেনাতে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ আবদাল আনছারীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।