হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ডিআইজি মিজানুর রহমান পিপিএম। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, মাওলানা তোফাজ্জুল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ, সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান, সুদিপ্ত রায়, রাসেলুর রহমান, হাইওয়ে থানার সহকারি পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর থানার ওসি ইয়াসিনুল হক, ট্রাফিক ইন্সফেক্টর বীর মুক্তিযোদ্ধা আনিচ্ছুজ্জামান চৌধুরী, সদর থানার ওসি ইয়াসিনুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, বাহুবল থানার ওসি মোল্লা মনিরুজ্জামান, লাখাই থানার ওসি মোজাম্মেল হক, মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন প্রমুখ।