নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা শহরের নবীগঞ্জ রোডের মেসার্স শাহজালাল অটো রাইসমিল ও মেসার্স ফওজিয়া অটো রাইসমিলকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম ও হাসান মারুফ পৃথক অভিযানে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশনা সত্ত্বেও রাইস মিলগুলো শতভাগ পাটজাত মোড়ক ব্যবহার না করায় মেসার্স শাহজালাল অটো রাইসমিলকে ১২ হাজার এবং মেসার্স ফওজিয়া অটো রাইসমিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়।
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।