সংবাদ বিজ্ঞপ্তি: ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জোটের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
বিএনপি‘র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে পূর্বঘোষিত হরতাল কর্মসূচি বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বর্ধিত করা হলো। এছাড়া চলমান অবরোধও অব্যাহত থাকবে।