এস আর রুবেল মিয়া, চুনারুঘাট থেকে॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিরিকান্দিতে স্বেচ্ছা শ্রমে অনন্ত ক্লাবের উদ্যেগে ও ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নের ৬নং ওর্য়াডে নব-নির্বাচিত মেম্বার আঃ কদ্দুছের সার্বিক সহযোগিতায় রবিবার সকাল সাড়ে ৮টায় রাস্তা মেরামত করা হয়েছে।
রাস্তা মেরামতের সময় উপস্থিত ছিলেন ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নের ৬নং ওর্য়াডে নব-নির্বাচিত মেম্বার আঃ কদ্দুছ, সিরিকান্দি গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আঃ মতিন, আঃ গণি, ফজলুল হক, সুন্দর আলী মাষ্টার, ডাঃ এখলাছুর রহমান, মাওঃ আঃ হাই, নুরুল হক, আঃ আলী, ল্লাল মিয়া, অনন্ত ক্লাবের সভাপতি মোঃ ফজর আলী, সহ-সভাপতি মাছুম মিয়া, সাধারণ সম্পাদক হবিগঞ্জ রিচি চেরাগ আলী কলেজের প্রভাষক হাবিবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শারফিন ও জুয়েল, সাংগঠনিক সম্পাদক আঃ হক, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রাসেল তালুকদার, সুজন মিয়া, শান্ত, সুমন, শিপন, জুয়েল, ফয়সল, সিরাজ, অয়ন, নয়ন, রুবেল, সাইদুল, শামীম, সাইদৃুল হক, আলমগীর, এখলাছুর রহমান, সাজীব, রাফি, তকসিরসহ অনেকেই। উল্লেখ্য যে, ২০০৭ ইং সালে সিরিকান্দি অনন্ত ক্লাব গঠনের পর থেকেই ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের ক্লাবের নেতৃত্বে সকল সদস্যদের নিয়ে গ্রামের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন।