ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো প্রায় ৭০ ব্যক্তি। প্রদেশটির খুজদার জেলার শাহ নুরানি মাজারে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দ্য ডন পত্রিকা।
নিহতের সংখ্যা জানিয়ে স্থানীয় তহশিলদার জাভেদ ইকবাল জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। মাজারে দামাল পরিবেশনার সময় এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা পৌঁছেছেন বলে জানিয়েছে পাকিস্তানের দ্য ডন পত্রিকা। সেই সঙ্গে প্রকাশিত খবরে বলা হয়েছে, ঘটনার স্থানটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এবং খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে জরুরি সেবা ও কর্মীদের পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বুগতি জানিয়েছেন, মাজারের কাছাকাছি কোনো হাসপাতাল না থাকায় চিবিৎসার্থে গুরুতর আহতদের করাচিতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শাহ নুরানি মাজারটি পাহাড়ি এলাকায় অবস্থিত। শুক্রবার মাজারটিতে প্রচুর মানুষের সমাগম ঘটে। ইরানি মানুষেরও আগমন ঘটে মাজারে।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বোমা বিস্ফোরণের এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।