নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌরসভার শিবপাশা মহাজন বাড়ী পূজা মন্ডপে সামন্ত সরনী মাকের্টের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে শ্রী শ্রী রক্ষাকালী (মৃত্যু নাশিনী) ১৯ তম পূজা শনিবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যেছিল পূজা,পুস্পাঞ্জলী প্রদান,আরতি ,ভক্তিমুলক গান,প্রসাদ বিতরন। পূজানুষ্টানে পৌরহিত্য করেন মতিলাল ভট্টাচার্য্য, মিন্টু চক্রবর্তী।
পূজানুষ্টানে উপস্থিত ছিলেন পূজা কমিটির উপদেষ্টা কেতকী রঞ্জন চক্রবর্তী,অরুন চন্দ্র ভট্টাচার্য্য,সুকুমার দাশ সামন্ত, ধীরেন্দ্র চন্দ্র দাশ সামন্ত, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সভাপতি শিক্ষক রবীন্দ্র চন্দ্র দাশ সামন্ত,সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর সন্তোষ দাশ,সংগ্রাম চন্দ,সাধারন সম্পাদক নিবারন দাশ চকদার,সহ-সাধারন সম্পাদক মোহিত লাল আচার্য্য মিঠু, কোষাধ্যক্ষ গোপাল চক্রবর্তী,সহ-কোষাধ্যক্ষ সন্তোষ দেব,সাংগঠনিক জয়ন্ত চক্রবর্তী, সহ-সাংগঠনিক বিধান পাল, সংগীত বিষয়ক সম্পাদক দিপক পাল, প্রচার সম্পাদক বরবীর দাশ সামন্ত,সহ-প্রচার সম্পাদক কানু পাল,নির্বাহী সদস্য গোবিন্দ চক্রবর্তী,শংকর লাল ধাম,পরিতোষ পাল,সুব্রত দাশ সামন্ত পল্টু,নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী,প্রণয় ঘোষ,ডাঃ বিক্রম চন্দ্র পাল,প্রনব দেব, বিজয় চন্দ্রদাশ,কিশোর পাল,দিপক পাল প্রমূখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক যতিন্দ্র দাশ সামন্ত।