বাহুবল প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বাহুবল উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দর্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাহুবল মডেল প্রেস ক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের পর বের হওয়া বর্ণাঢ্য আনন্দর্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে মধ্যবাজারে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান মাস্টার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শামীনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রশিদ আহমদ, সাবেক ছাত্রনেতা বদরুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ আহমেদ, পুটিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলে এলাহী লুলু, ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী আমিনী (সাবেক মেম্বার) ও সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ। সভা পরিচালনা করেন কাজী ফখরুল ইসলাম।