খন্দকার আলাউদ্দিন ॥ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও পতিত জমিতে চাষাবাদ করার লক্ষে ৬০জন স্থানীয় কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে সকাল ১১টায় থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্র্যন্ত এ প্রশিক্ষণ চলে।
প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদ ও ১কেজি শস্য প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন, জেলা মনিটরিং অফিসার মোমিনুল হকসহ কৃষি অফিসের কর্তচারী ও কৃষকবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক জেলা ডিডি ফজলুর রহমান বলেন-সিলেট অঞ্চলে সবচেয় বেশী পতিত জমি রয়েছে। তাই বর্তমান সরকার সিলেট অঞ্চলের পতিত জমি কাজে লাগিয়ে শস্যের আওয়ায় আনার জন্য বিভিন্ন প্রদক্ষেপ ও কর্মশালা প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে। সিলেট বিভাগে প্রতি বছর রবি মৌসুমে প্রায় ১ লক্ষ জমি প্রতিত থাকে। তাই এসব পতিত জমি কাজে লাগিয়ে ফসলের আওয়াতার লক্ষে কৃষকদের অবহিত করার জন্য এ প্রশিক্ষন।