শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

চুনারুঘাটে পতিত জমিতে চাষাবাদ করে শস্যের নিবিড়তা বাড়াতে ৬০জন কৃষকদের নিয়ে কর্মশালা

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

খন্দকার আলাউদ্দিন ॥ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও পতিত জমিতে চাষাবাদ করার লক্ষে ৬০জন স্থানীয় কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে সকাল ১১টায় থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্র্যন্ত এ প্রশিক্ষণ চলে।

প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদ ও ১কেজি শস্য প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন, জেলা মনিটরিং অফিসার মোমিনুল হকসহ কৃষি অফিসের কর্তচারী ও কৃষকবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক জেলা ডিডি ফজলুর রহমান বলেন-সিলেট অঞ্চলে সবচেয় বেশী পতিত জমি রয়েছে। তাই বর্তমান সরকার সিলেট অঞ্চলের পতিত জমি কাজে লাগিয়ে শস্যের আওয়ায় আনার জন্য বিভিন্ন প্রদক্ষেপ ও কর্মশালা প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে। সিলেট বিভাগে প্রতি বছর রবি মৌসুমে প্রায় ১ লক্ষ জমি প্রতিত থাকে। তাই এসব পতিত জমি কাজে লাগিয়ে ফসলের আওয়াতার লক্ষে কৃষকদের অবহিত করার জন্য এ প্রশিক্ষন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!