হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে মন্দির ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত ৭ আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে আসামীদের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবিরা হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক এসএম হুমায়ূন কবীর তাদের জামিন না মঞ্জুর করেন।
জামিন না মঞ্জুর করা ব্যক্তিরা হলেন শহীদ মিয়া, উসমান গণি, সৈয়দ মামুন মিয়া, শুকুর মিয়া, ইয়াসিন মিয়া, শাহ মোঃ মুনসুর ও মোঃ শামীম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিএআই সিরাজ উদ্দিন, আসামী পক্ষে ছিলেন এডভোকেট মোঃ ফজলে আলী, গিয়াস উদ্দিন বকুল ও কুতুব উদ্দিন জুয়েল।
উল্লেখ্য, নাসিরনগরে ফেসবুকে রসরাজ দাস নামের এক যুবক ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে ছবি ও মন্তব্য পোষ্ট করে। এর প্রতিবাদে নাসিরনগর ও মাধবপুরে বেশ কয়েকটি মন্দির ও বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর হয়।
এ ঘটনায় মাধবপুর থানায় ২শ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ গত ৬ নভেম্বর উল্লেখিতদের আটক করে কারাগারে প্রেরণ করে।