মোঃ রহমত আলী,হবিগঞ্জ থেকে ॥ ঘৃর্ণিঝড় ‘নাদার’ প্রভাবে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দু’তীরের লোকজন আতঙ্কীত হয়ে পড়েছেন।
পানি বৃদ্ধি পাওয়ায় নদীর দু’তীরের চর তলিয়ে যায়। ফলে চরে কৃষকের উৎপাদিত রবিফসল (শাকসবজি) বিনষ্ট হয়েছে। যার চলতি বাজার মূল্য ২কোটি টাকার অধিক। শহরতলী এলাকায় শত শত কৃষক এমন অভিযোগ জানান। তারা বলেন তাদের হাজার হাজার বিঘা জমিতে উৎপাদিত বিভিন্ন প্রকারের মওসুমী শাকসবজি বিনষ্ট হয়েছে।
কৃষকরা জানায়, দু,তীরের তেঘরিয়া, ভাদৈ, মশাজান মাছুলিয়াসহ কয়েকটি গ্রামের ৫শতাধিক কৃষক নদী চরে বিভিন্ন জাতের শাকসবজি আবাদ করে জীবিকা চালাতেন। বাংলা সনের কার্ত্তিক মাসের শেষ লগ্নে খোয়াই নদীতে উপচে পড়া পানি বৃদ্ধি হয়নি কখনো। তাই তারা অধিক মুনাফা অর্জনেল লক্ষ্যে আগাম মওসুমে জমিতে সবজি আবাদ করেণ। কারও কারও জমির ফসল বাজারে বিক্রি করার উপযোগী হয়েছিল বলে জানান। কিন্তু বানের পানিতে তলিয়ে যাওয়ায় ওই সবজি এখন বিক্রি করা যাবেনা। ফলে উৎপাদন খরচও আসবেনা ।
তেঘরিয়ার গ্রামের কৃষক জহুর আলী জানান, তিনি চলতি মওসুমে দু’বিঘা জমিতে মওসুমী সবজি মূলা, ডাটা ও বেগুন আবাদ করেছেন। এতে ব্যয় হয়েছে প্রায় ১০ হাজার টাকা। অনুকূল পরিবেশে মওসুমে লক্ষাধিক টাকার সবজি বিক্রি করার আসাও করেন তিনি। কিন্তু পানিতে তলীয়ে যাওয়ায় উৎপাদন খরচও আসবেনা বলে জানান। ভাদৈ গ্রামের কৃষক ফারুক মিয়া অনুরোপ জানান ।