মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ঃ টানা ৪দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভারী বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাটে ১৫টি ভাটার মালিকদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা ইট কাটতে পারছে না শ্রমিকরা। শত শত শ্রমিকদের বসে বসে খাওয়াচ্ছেন ইট ভাটা মালিকরা। গত শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শনিবার রাত থেকে তা রূপ নেয় ভারী বর্ষণে। রবিবার রাতের বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
সোমবার রাতে ভারী বর্ষণের সাথে দমকা হওয়াসহ ঝড় বৃষ্টি। কাঁচা ইট পলিথিন দিয়ে ঘুরে রাখা হলেও সোমাবার রাতে দমকা হওয়ার সাথে ঝড় বৃষ্টিতে পলিথিনগুলি নষ্ট করে দিয়েছে। ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি ইট ভাটা পানির নিচে তলিয়ে গেছে। মাত্র কয়েকদিন আগে ইট ভাটার মৌসুম শুরু হয়েছে। কার্তিক মাসের প্রথম থেকে ইট ভাটার কাজ শুরু হয়। কাঁচা ইট কাটার স্থান শুকিয়ে পঠ তৈরি করে স্থান প্রস্তুত করে সব ইট ভাটায় পুরোদমে ইট কাটা শুরু হয়। বেশ কয়েকটি ইট ভাটায় আগুনও জ্বালিয়ে দেয়া হয়েছে।
আগুন দিয়েও ইট ভাটার মালিকরা পড়েছে বেকায়দায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তারা চেম্বার দিতে পারছে না। রেজার লোকজন পঠ থেকে কাঁচা ইট এনে সাজাই দিতে না পারার কারণে আগুন বন্ধ হওয়ার উপক্রম। প্রতিটি ইট ভাটায় প্রায় ২’শত শ্রমিক কাজ করছে। শ্রমিকদের কাজ না থাকায় মালিকরা পড়েছেন মোটা অংকের লোকসানে। কাজ ছাড়াই তাদেরকে দিতে হচ্ছে সাপ্তাহিক খোরাকী। উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্থ ইট ভাটা ঘুরে দেখা যায় ইট তৈরির মৌসুমের শুরুতেই বৈরি আবহওয়ার কারণে মালিক ও শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন।
ইট ভাটার মালিকরা জানান, প্রত্যেক মৌসুমে এসব ভাটায় কয়েক দফায় ইট তৈরি করা হয়। সে অনুযায়ী প্রতিটি ভাটায় বছরে ৫০ থেকে ৫৫ লাখ ইট তৈরি হয়। অধিকাংশ ইট ভাটায় প্রথম দফায় ইট তৈরি করা হচ্ছে। তারা জানান, ১ হাজার ইট তৈরিতে খরচ হয় ৫’শত টাকা এবং ১ লাখ ইট তৈরিতে খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা। বেশ কয়েকদিন ধরে ভাটা মালিকরা কাঁচা ইট তৈরি করে রোদে শুকিয়ে তা পুড়িয়ে পাকা করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দুই দিনের বৃষ্টির কারণে পানিতে ভিজে সদ্য তৈরি কাঁচা ইট ভেঙে নষ্ট হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এতে ১৫টি ইটভাটা মালিকের প্রায় ৫ কোটি টাকার কাঁচা ইট ধ্বংস হয়ে গেছে।