নিজস্ব প্রতিনিধি: দেশ ব্যাপী মন্দির ভাংচুরের কারণে সম্প্রীতি নষ্টের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাড়াও’ এ শ্লোগান নিয়ে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার সময় স্থানীয় দুর্জয় স্মৃতি স্তম্ভের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহীদ উদ্দিন চেীধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দিন, এ্যাডভোকেট বিজন বিহারী দাশ, এ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, হারুন সিদ্দিকী, তোফাজ্জল সোহেল, অপু চৌধুরী, ইয়াসিন খা প্রমুখ।
সাম্প্রতিককালে নাসিরনগর ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাংচুরসহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার তীব্র নিন্দা জানান।
তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান এবং প্রকৃত দোষীদের বের
করে শাস্তির দাবী করেন ।