চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির চুনারুঘাট উপজেলা শাখা’র কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতা মোঃ আব্দুর রশিদ তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতা এডভোকেট প্রবাল কুমার মোদক।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রণয় পাল, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির চুনারুঘাট উপজেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, মোঃ রাসেদ মিয়া, মোঃ তাহির মিয়া, মোঃ ওয়াহেদ আলী, বিকাশ পাল, আব্দুল কদ্দুছ, আতাউর রহমান প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ কামাল উদ্দিনকে সভাপতি, মলয় পাল চৌধুরী, মোঃ তাহির মিয়া ও মোঃ ওয়াহেদ আলীকে সহ সভাপতি, মোঃ জামাল হোসেন লিটনকে সেক্রেটারী, মোঃ গাজীউর রহমান শরীফকে সহ সম্পাদক, প্রণয় কুমার পাল, কামরুল ইসলাম, বিদ্যুৎ রঞ্জন পাল, রঞ্জিত পাল, মোঃ করিম হোসেন, পীযুষ দেবনাথ, দিলীপ চক্রবর্তী, মনিরুজ্জামান আলমগীর, আনোয়ারুল আজিম হারুণকে সদস্য নির্বাচিত করে ১৫সদস্য বিশিষ্ট বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির চুনারুঘাট উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।