মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মন্দিরে হামলা ভাংচুরের ঘটনায় আরো ৪ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার রাত ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার সুলতানপুর গ্রামের এবাদুর রহমানের ছেলে সৈয়দ মামুন মিয়া (৪২), আহাম্মদ আলীর ছেলে উসমান গণি (৩৬), কৃষ্ণনগর গ্রামের মহিবুর রহমানের ছেলে ইয়াসিন মিয়া (২০) ও হরিশ্যামা গ্রামের হিরন মিয়ার ছেলে শুকুর আলী (২৮)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মন্দিরে হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগরে যুবক রসরাজ ফেসবুকে কাবা শরীফকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মাধবপুরে কালিমন্দিরে হামলা ও ভাংচুর করে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে ২শ’ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।